শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৫ ১৪৩১ |   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘দামাল’ অক্টোবরে আসবে  ইনশাআল্লাহ: রায়হান রাফি

প্রকাশিত: ১২ আগস্ট ২০২২ ২১ ০৯ ০১  

দামাল-অক্টোবরে-আসবে- ইনশাআল্লাহ-রায়হান-রাফি

দামাল-অক্টোবরে-আসবে- ইনশাআল্লাহ-রায়হান-রাফি

ঈদে মুক্তি পায় রায়হান রাফি পরিচালিত শরীফুল রাজ ও বিদ্যা সিনহা মিম অভিনীত সিনেমা ‘পরাণ’। সিনেমাটি মুক্তির পর বেশ আলোড়ন তোলে সিনেপাড়ায়। ‘পরাণ,’ ‘পোড়ামন ২,’ ‘দহন’ এরপর ইমপ্রেস টেলিফিল্ম-এর তারকাবহুল সিনেমা ‘দামাল’ দিয়ে আবারও বাজিমাত করতে আসছেন তিনি।

মুক্তিযুদ্ধ ও সেই সময়ের স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘দামাল’। তারকাবহুল এই সিনেমাটি নিয়ে পরিচালক রায়হান রাফি দৈনিক প্রভাতীকে বলেন, ‘দামাল’ অক্টোবরে আসবে ইনশাআল্লাহ এবং আমি আশা করি পরাণ অক্টোবর পর্যন্ত চলবে। ‘দামাল আমার কাছে ড্রিম প্রজেক্টের মতো প্রজেক্ট। আমার যেমন ‘পোড়ামন ২’কে দহন ছাড়িয়ে গেছে। দহনকে ‘পরাণ’ ছাড়িয়ে গেছে। আমি আশা করি দামাল আমার সকল সিনেমাকে ছাড়িয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘দামাল’-এ তো সিয়াম আছে এবং রাজ আছে। দু’জনই আমার সন্তানের মতো। আমার হাত ধরে তাদের আসা। এইবার দু’জনকে একসঙ্গে আনছি। আমি এক্সাইটেড এবং আমা করি দর্শকরাও থাকবে।

ইতি মধ্যে ‘দামাল’ সিনেমাটি সেন্সর বোর্ডে প্রদর্শিত হয়েছে । প্রদর্শন শেষে ‘নো অবজেকশন’ সার্টিফিকেট দেওয়া হয়েছে সিনেমাকে। যা আগামী দু-একদিনের মধ্যে আনকাট সার্টিফিকেট প্রদান করা হবে।

ফরিদুর রেজা সাগরের কাহিনীতে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবিটিতে অভিনয় করেছেন মিম, শরীফুল রাজ, সিয়াম, সাঈদ বাবু, রাশেদ মামুন অপু, শাহনাজ সুমী, লাক্স তারকা অথৈ, পূজা, বৃষ্টি প্রমুখ।

Provaati
    দৈনিক প্রভাতী